প্রচলিত নামাজ বনাম রাসূল
(সা:) এর নামাজঃ(পর্ব-১)
প্রচলিত নামাজ বনাম রাসূলুল্লাহ (সা:)- এর নামাজ(পর্ব-১) |
আল্লাহ সুবাহানাহূ তা’আলা কুরাআন মাজীদে ঘোষনা করেছেন, ‘আমি মানব ও জীন
জাতিকে কেবলমাত্র আমার ইবাদেতর জন্য সৃষ্টি করেছি।‘ (সূরা যারিয়াত :৫৬)
আল্লাহর উপর ঈমান
আনার পর একজন
ঈমানদারের ‘ইবাদত হিসাবে সর্ব প্রথম ও
প্রধান কাজ
হচ্ছে সালাত আদায় করা
এবং সালাত আদায়
করতে হবে আল্লাহর হুকুম ও
রাসূলুল্লাহ (সা:) এর সুন্নাত অনুযায়ী। কারন “রাসূল (সা:) তোমাদের জন্য
উত্তম আদর্শ । ”
(সূরা আহযাব :২১)
আল্লাহ আরও বেলেছেন,যে বাক্তি রাসুলের
আনুগত্য করল, সে কারজতঃ আল্লাহরই
ইবাদত করল।” (সূরা নিসা :৮০)
নিম্মে রাসূল (সা:) এর নামাযের সাথে প্রচলিত নামাযের কতিপয় পার্থক্য বর্ণিত হল। যথা:
১) রাসূলুল্লাহ (সা:)
বেলেছন, “তোমরা সেভাবেই সালাত আদায় কর যেভাবে আমাকে
সালাত আদায় করেত দেখেছ।” (বুখারী , মিশকাত
আরবী ৬৬
পৃষ্ঠা : মিশকাত
বাংলা আরাফাত পাবিলেকশন ২য়
খণ্ড, কিতাবুস
সালাত ৫৮ পৃ: হা: নং ৬৬২)
২) রাসূল (সা:)- এর
সালাতের বর্ণনা কুতুবে সিত্তাহ অর্থাৎ
বুখারী,মুসিলম,তিরিমযী,আবূ- দাউদ,নাসাঈ,ইবনে মাজাহ ও অন্যান্য সহীহ হাদীসের কিতাব
অর্থাৎ মুআত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ, সহীহ ইবনে খুজাইমাহ ইত্যাদি গন্থে আছে।
কিন্তু আমাদের সমাযে প্রচলিত সালাতের বর্ণনা সহীহ হাদীসের কিতাবে নেই এবং রাসূল (সা:) বা
সাহাবী (রাযী:)গন কখনই বর্তমান
প্রচলিত পদ্ধতিতে সালাত আদায় করেনি।
৩) প্রচলিত সালাতে মুক্তাদিন কাধের সাথে কাধ এবং একে অপরের পায়ের সাথে পা
মিলেয় না দারিয়ে বরং ফাক ফাক হয়ে দাড়ান, এটা সহীহ হাদীসের বিপরীত। কারন, কোন
সহীহ হাদীসে ফাক ফাক হয়ে দাড়ানোর কথা নই। বরং হাদীসে একজেনর কাধের সাথে অন্নের
কাধ এবং পায়ের সাথে পা মিলেয় দাড়ানোর কথা বলা হেয়েছ।
(বুখারী ১০০ পৃ:, মুসিলম ১৮২ পৃ:, আবূ
দাউদ ৯৭পৃ: তিরিমযী ৩১ পৃ:,নাসাঈ
ইবনেমাজাহ ৭১ পৃ:,মিশকাত ৯৮ পৃ:, বাংলা
বুখারী আধুনিক প্রকাশনী ৩১৬ পৃ:মিশকাত
আরাফাত প্রকাশনী ২য় খণ্ড ২১১ পৃ:)
৪) প্রচিলত সালাতে মুক্তাদিগন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েনা। অথচ ইমামের
পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না এ কথা কোন সহীহ হাদীসে নেই। বরং রাসূল (সা:)
বেলেছন,
“যে বাক্তি সালাতে সূরা ফাতিহা পড়েনা তার সালাতই হবেনা।” (আরবী বুখারী ১ম খণ্ড ১০৪
পৃ:, মু সিলম ১৬৯ পৃ: আবূ দাউদ ১০১ পৃ:,তিরমযী
৩৫/৪১ পৃ:, নাসাঈ ১৪৬ পৃ: ইবনে মাজাহ ৬১ পৃ: মুয়াত্তাহ মুহাম্মদ ৯৫পৃ:)
৫) প্রচিলত সালাতে ইমাম সূরা ফাতিহা পাঠ
শেষ নিঃশব্দে আমীন বেল
থাকেন। এটা
সহীহ
হাদীস বিরোধী বরং
জেহরী সালাতে রাসূল (সা:) উচ্চস্বরে আমীন বলতেন।
(বুখারী ১ম ১০৭-১০৮ পৃ:,
মুসিলম ১৭৬পৃ:, আবু দাউদ ১৩৪ পৃ:, তিরমিযী ৩৪ পৃ:, নাসাঈ ১৪০ পৃ:, ইবনে মাজাহ ৬২ পৃ: মিশকাত
১৭৯/৮০ পৃ:)
No comments:
Post a Comment